প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

এক বছরে ভারতে ৮০০ কোটি ডলারের অ্যাপল পণ্য বিক্রি

ভারতের বাজারে এক বছরে রেকর্ড ৮০০ কোটি ডলারের প্রযুক্তি পণ্য বিক্রি করেছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির জয়যাত্রার পেছনে অবদান রাখছে আইফোন। বর্তমানে দেশটির স্মার্টফোন বাজারে আয়ের দিক থেকে আইফোন উঠে এসেছে শীর্ষে। ভারতে আধিপত্য প্রতিষ্ঠায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

ভারতকে ঘিরে বাজি সফল হচ্ছে অ্যাপলের। উপমহাদেশের শীর্ষ অর্থনীতির দেশটি থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ কামাচ্ছে টিম কুকের প্রতিষ্ঠান।

ভূরাজনৈতিক অস্থিরতায় চীনে অবস্থিত নিজেদের কারখানাগুলো নিয়ে অস্বস্তিতে ছিল অ্যাপল। নতুন কারখানা তৈরির ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তাদের পরিকল্পনায় ছিল ভারত ও ভিয়েতনাম। তবে মূল বাজি ছিল ভারতকে নিয়ে। দেশটিতে পূর্বে শুধু আইফোন সংযোজন করা হলেও বর্তমানে তৈরি হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসটি। গেল বছর নির্মাণ করা হয় ২টি অ্যাপল স্টোর।

বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ২০২৩ সালের মার্চ থেকে পরবর্তী এক বছরে ভারতে ৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে অ্যাপল। মাত্র এক বছরে বিক্রির হার বেড়েছে ৩৩ শতাংশ। ভারতের বাজার প্রতিষ্ঠানটির জয় যাত্রার পেছনে অবদান রেখেছে আইফোন। কারণ গেল অর্থ বছরের অর্ধেকের বেশি আয়ই এসেছে শুধু আইফোন বিক্রি করে। বর্তমানে ভারত থেকে উৎপাদিত হচ্ছে মোট আইফোনের ১৪ শতাংশ।

বাজার গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্টের প্রতিবেদন বলছে, আয়ের দিক থেকে ভারতে স্যামসাংকে ছাড়িয়ে গেছে অ্যাপল। বর্তমানে দেশটিতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪ হাজার কোটি ডলার। যদিও পণ্য বিক্রির দিক থেকে এখনও অ্যাপলের অবস্থান ৬ষ্ঠ। এর আগে আছে স্যামসাং, ভিভো, শাওমি, রিয়েলমি ও অপ্পো।

ভারতের বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় নতুন কিছু কার্যক্রম হাতে নিয়েছেন টিম কুক। ২০২৫ সাল নাগাদ দেশটিতে তৈরি করা হবে মোট আইফোনের ২৫ শতাংশ। আইফোনের পাশাপাশি শিগগিরি ভারতের মাটিতে তৈরি করা হবে আইপ্যাড। এ জন্য তিন বছরে নির্মাণ করা হবে আরও ১৭টি কারখানা। কর্মসংস্থান সৃষ্টি হবে ৫ লাখ মানুষের।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
বিনামূল্যে সাইবার সেবা ও প্রশিক্ষণ দিচ্ছে নোয়াখালীর একঝাঁক তরুণ

ভাসানীর জন্ম না হলে পাকিস্তান-বাংলাদেশ হতো না: কাদের সিদ্দিকী

মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

আগামী বছর স্মার্ট হোম কন্ট্রোল সেন্টার চালু করবে অ্যাপল

নিজস্ব ওয়াইফাই চিপ ব্যবহার করবে অ্যাপল

রিফারবিশড পিক্সেল বিক্রি শুরু করেছে গুগল

স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটের বিক্রি বাড়বে ৫০ শতাংশ

বিজনেস কলার আইডি পরিষেবা চালু করবে অ্যাপল

অ্যান্ড্রয়েডেও অ্যাড্রেস বার পরিবর্তনের সুবিধা আনছে গুগল

লেবাননে ডিভাইস বিস্ফোরণ, পণ্য উৎপাদন ও সরবরাহ নিয়ে শঙ্কা

বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল, ভারতে স্যামসাং ইলেকট্রনিক্সের ১০৪ জন কর্মী গ্রেপ্তার

আইফোন সিক্সটিন কী প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারবে!