বরগুনায় প্রায় সাড়ে ৩ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

0

বরগুনার পাথরঘাটায় ৩ হাজার ৪২০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৫ টি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোররাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা খাল এবং বাদুরতলা খালে বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।

অভিযানে ৫ টি মাছের ট্রলার তল্লাশি করে ৩ হাজার ৪২০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ট্রলারগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য টাকা ১২ লাখ ৯৩ হাজার টাকা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলে ও ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।

জব্দ করা ট্রলারগুলো হলো এফ বি -ওলীউল্লাহ, এফ বি -জান্নাতী, এফ বি- আল্লাহর দান, এফ বি -রাইসা ও এফ বি- আল্লাহর দান-২।

পরবর্তীতে জব্দকৃত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও সমুদ্রগামী ট্রলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এসএস