ব্রিটেনে ২০২২ সালের অক্টোবরে ১১ শতাংশের উপরে ওঠা মূল্যস্ফীতির লাগাম টেনে চলতি বছরের মে মোসে তা ২ শতাংশে নামিয়ে এনেছিল ঋষি সুনাক প্রশাসন। তবে সংখ্যার দিক দিয়ে মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে খুব একটা স্বস্তি ফেরেনি। তিন বছর আগের তুলনায় দেশটিতে খাদ্য পণ্যের দাম এখন ৩১ শতাংশ বেশি। আর ভোট দেয়ার মধ্য দিয়ে টানা ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ওপর ক্ষোভ ঝাড়ল দেশটির জনগণ। আর নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশ পরিচালনার দায়িত্ব গেলো লেবার পার্টির হাতে।
গতকাল (শুক্রবার, ৫ জুলাই) ক্ষমতা বুঝে পেতেই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরুর কথা জানিয়েছেন লেবার পার্টির প্রধান ও নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। এরইমধ্যে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন তিনি। যেখানে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগে পেয়েছেন ডেভিড ল্যামি। আর জীবনযাত্রার ব্যয় কমানোসহ দেশের অর্থনীতি চাঙা করতে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে র্যাচেল রিভসকে। জোনাথন রেনল্ডস পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। লিজ কেন্ডালকে করা হয়েছে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী।
এরমধ্যে দিয়ে দেশের অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টায় মাঠে নামলেও ইউরোপীয় জুট, ব্রেক্সিট ইস্যুসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ ছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ব্রিটেনের নতুন সরকার। কারণ সংকটের মধ্যেই এই বছর ইউক্রেনকে ৩০০ কোটি পাউন্ড সমমূল্যের সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন। অন্যদিকে আগের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারবেন কি না তাও দেখার বিষয়।
এরমধ্যে ক্ষমতায় আসতে না আসতেই আগামী মঙ্গলবার (৯ জুলাই) থেকে বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর ৭৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে হবে স্টার্মারকে। আর সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউরোপীয় অন্যান্য শীর্ষ নেতারা থাকবেন বিধায় দায়িত্বের শুরুতেই বড় কূটনীতির ঝড়ের মুখে পড়তে হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।