চুক্তি
অর্থনীতি
0

ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে মিথ্যাচার হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে মিথ্যাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ (সোমবার, ১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, 'দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলতেই এ ধরণের মিথ্যাচার হচ্ছে। দীর্ঘ মেয়াদে জনগণের লাভের জন্যই সমঝোতা স্মারক সই করা হয়েছে।'

তিনি বলেন, 'শুধু ভারতের ট্রেন বাংলাদেশ দিয়ে যাবে না, আমাদের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। সমঝোতা স্মারক দু'দেশের জন্যই লাভের হবে। সমঝোতা স্মারকে স্পষ্ট অস্ত্র বহনে নিষেধাজ্ঞা রয়েছে।'

তিনি আরও বলেন, 'বিদেশি রাষ্ট্ররা আমাদের সমুদ্রবন্দর , 'বিমানবন্দর ব্যবহার করলে আমাদেরই আর্থিক লাভ হবে। ভৌগোলিক কারণে আমাদের দেশ বাণিজ্যিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।'