শুক্রবার (২৮ জুন) রাত ১১টার দিকে জালনা জেলার একটির গ্রামের কাছাকাছি মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছেই তারা ৬ জনের মরদেহ উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ক্রেনের সাহায্যে দু'টি গাড়িকে সরিয়ে নেন উদ্ধারকারী দলের সদস্যরা।
'সমৃদ্ধি মহামার্গ' হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত এই মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে ৮৮ জনের প্রাণহানি হয়েছে।