প্রতিবেদনে বলা হয়, গেলো বছর নভেম্বর মাসের শেষ দিকে মোট ছয় কোটি ২২ লাখ ডলারের সামরিক যন্ত্রাংশ খোয়া গেছে বলে জানা যায়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে ইউএস অফিস অব ডিফেন্স কোঅপারেশন- ওডিসি।
পেন্টাগনের পাঠানো অস্ত্র কিভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে ওডিসিকে জবাবদিহি করে ইউক্রেনের সেনাবাহিনী। গেলো জানুয়ারি মাসেও ওডিসি জানায়, ইউক্রেনকে দেয়া ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা ঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা যাচাই করতে ব্যর্থ হয়েছে পেন্টাগন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত যুদ্ধের ২৯ মাসে ইউক্রেনকে প্রায় পাঁচ হাজার ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।