এদিকে, অভিযানের আগেই খালের অংশ থেকে বেশিরভাগ পশু সরিয়ে নিয়েছে সাদিক এগ্রো। আর এলাকাবাসীও নিজেদের মালামাল নিয়ে দখল করা খালের জায়গা থেকে সরে যেতে শুরু করেন সকাল থেকেই।
রামচন্দ্রপুর খালটি একসময় জলাধার থাকলেও প্রায় ২০ বছর আগে একটি ট্রাক স্ট্যান্ড তৈরি করার পর থেকে ধীরে ধীরে খালটি দখল করে বসতি শুরু করে মানুষ।
ঈদুল আজহার সময়ে বিতর্কিত ছাগল কাণ্ডের সাদিক এগ্রো'র কিছু অংশ এ খালের ভেতরে পড়েছে বলে জানিয়েছে ডিএনসিসি। কর্তৃপক্ষ অভিযান শুরুর আগেই এ অংশে গিয়ে দেখা যায় সাদিক এগ্রোর কিছু ছাগল রয়েছে। এছাড়া অন্যান্য যেসব পশু ছিল তা সরিয়ে নিয়েছে এগ্রো কর্তৃপক্ষ।
খালের ভেতর সাদিক এগ্রোর যে অংশ আছে তা খুবই কম বলে দাবি মালিকপক্ষ।
ঈদে যে ব্রাহ্মা জাতের গরু বিক্রি করে তারা সবার নজরে এসেছিল তা বাংলাদেশে নিষিদ্ধ প্রজাতি। এই গরুটির কারণে তারা সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছিল। এগ্রোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ৪ বছর আগে যখন গরুটি নিয়ে এসেছিল তখন প্রাণিসম্পদ অধিদপ্তরের থেকে টেন্ডারের মাধ্যমে সেটি নিয়েছিল।
এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। আলোচিত এই ইফাত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। তবে ইফাত নামে তার কোন ছেলে নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান।
যদিও পরবর্তীতে ওই এনবিআর কর্মকর্তার একাধিক স্ত্রী ও সন্তানদের রাজকীয় জীবনযাপনের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ৭৮ হাজার টাকা বেতন পাওয়া এনবিআর কর্মকর্তার সন্তান কীভাবে কোটি টাকার গাড়িতে চড়ে, কীভাবে বাড়ি-গাড়ি সম্পদের মালিক হলেন এ বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা।