আজ (রোববার, ২৩ জুন) ভোরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে বলেন, 'শনিবার ড্রোন হামলা চালানো জাহাজগুলোর দুটি ছিল সিমেন্ট ট্যাঙ্কার ও দুটি কার্গো শিপ।'
অবরুদ্ধ ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জাহাজে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন হুতি মুখপাত্র। একইদিন ভূমধ্যসাগরেও একটি জাহাজে হামলা চালায় হুতিরা। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে গেলো বছর নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ হামলা শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
ইসরাইল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পশ্চিমা দেশগুলোকে চাপে ফেলতে এ পর্যন্ত হামলা হয়েছে দেড়শো'র বেশি জাহাজে। এদিকে হুতিবিরোধী অভিযানে সাত মাস ধরে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী যাত্রা গুটিয়ে ফিরছে যুক্তরাষ্ট্রে।