নতুন করে আবারও সংঘাতে জড়িয়েছে ইসরাইলি সামরিক বাহিনী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুরুটা হয় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হুথি বাহিনীর হামলার মাধ্যমে। এ হামলায় কেউ নিহত না হলেও আহত হয় বেশ কয়েকজন। এক বিবৃতি ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করে ইসরাইলও।
এ হামলার পর হুতিদের 'চরম মূল্য' দেয়ার হুঁশিয়ারি দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামলার জবাব দেয়ার বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন সেনাবাহিনীকে। সেই নির্দেশ মেনেই ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়ে নেতানিয়াহু বাহিনী।
এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, হুথি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত স্থাপনাসমূহ, এবং সামরিক শিবিরগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, ঘটেছে হতাহতের ঘটনাও।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, অপারেশন পাসিং প্যাকেজ এর অংশ হিসেবে সানায় হুথি বিদ্রোহীদের বহু সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত করা হয়েছে। এয়ার ফোর্সের বিমানগুলো হুথি জেনারেল স্টাফের একটি শিবিরসহ কয়েকটি সামরিক শিবিরে আঘাত করেছে। যে তের আবিবের ক্ষতি করবে, তার সাতগুণ ক্ষতি হবে।
আরও পড়ুন:
থেমে নেই হুথি বিদ্রোহীরাও। সানায় বিমান হামলার পর ইসরাইলের রাজধানী তেল আবিব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে, ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশীপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি। ইরান-সমর্থিত হুথিরা সানা দখল করার পর থেকে ইয়েমেন ভাঙন ধরেছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশীপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি বলেন, ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য একটি কার্যকর আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানাই। একটি জোট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করবে এবং দেশটিকে সমস্ত ধরনের মিলিশিয়া ও সন্ত্রাসী গোষ্ঠীর দখল থেকে মুক্ত করবে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রয়াত হেজবুল্লাহ নেতা সৈয়াদ হাসান নাসরাল্লাহর মৃত্যুবার্ষিকীর আগেই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে হেজবুল্লাহ সমর্থকরা। গেল বছরের ২৭ সেপ্টেম্বর ইসরাইলের শক্তিশালী বিমান হামলায় নিহত হন নাসরাল্লাহ।




