দেশে এখন
0

বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে, নিহত ৯

বরগুনার আমতলীতে সেতু ভেঙে খালে পড়ে গেছে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ (শনিবার, ২২ জুন) দুপুর পৌণে দুইটার দিকে আমতলী উপজেলায় চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হলুদিয়া ঘাট সেতু ভেঙে যায়। এ সময় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিক্সা খালে পড়ে যায়। ঘটনার পর অটোরিক্সার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা ভেতরেই থেকে যান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার করা হয় ৯টি মরদেহ। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি।

হাসপাতালে শনাক্তকরা মরদেহগুলোর মধ্যে ৭ জনের বাড়ি মাদারীপুরের শিবচরে ও বাকি ২ জনের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া গ্রামে।

প্রায় ২ বছর আগেই সেতুটি চলাচলের অনুপযুক্ত বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। তারপরও এলাকাবাসী সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ব্রিজ দিয়েই চলাচল করতো বলে জানা যায়।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর