বরগুনায় আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় বরিশাল-কুয়াকাটা রুটের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ফলে কিছু সময়ের জন্য বন্ধ ছিল যান চলাচল।
পুলিশ জানায়, বাসটির ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত নয়।
এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সোনার বাংলা এলাকায় বরগুনা-বাকেরগঞ্জ সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।