দেশে এখন
0

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

সময় যত যাচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি তত অবনতি হচ্ছে। বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানির প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে এখানকার মানুষের ভোগান্তি বাড়ছে।এরইমধ্যে সুনামগঞ্জ শহর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়া ছাতক উপজেলায় উজানের ঢলের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭টি উপজেলার পানিবন্দি মানুষের উদ্ধার কাজে প্রশাসন তৎপর রয়েছে। পানিবন্দি মানুষের আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য স্পিডবোট ও নৌকা ব্যবহার করা হচ্ছে। এদিকে ৫১৬ টির মতো আশ্রয়কেন্দ্রে মানুষ আসা শুরু করেছে। আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

এছাড়া ২০২২ সালের বন্যার পর থেকে এই এলাকার ২৫ লাখ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। কারণ সেসময় ৫০ হাজার ঘরবাড়িসহ গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়।

ইএ