যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইল

যুদ্ধকবলিত গাজার উত্তরাঞ্চলে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইল। বিবিসিকে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তবে অভিযোগ স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

দাবি করেছে, সঠিক নথিপত্র দেখাতে না পারায় আটকে দেয়া হচ্ছে ত্রাণবহর। ইসরাইলের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইউনিসেফ। সাড়ে আট মাসের যুদ্ধে উপত্যকার দক্ষিণে গৃহহীন ১০ লাখ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ন্যূনতম অধিকারটুকুও পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।

ত্রাণ সরবরাহে সমুদ্রে নির্মিত যুক্তরাষ্ট্রের অস্থায়ী জেটিটিও উপকূলে আবহাওয়া দুর্যোগপূর্ণ বলে সরিয়ে নিচ্ছে মার্কিন সেনারা। এদিকে, ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নবজাতকসহ প্রাণ গেছে আরও কমপক্ষে ২৫ ফিলিস্তিনির।

এ নিয়ে ২৫৩ দিনের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২৬৬ জনে। এ পর্যন্ত সাড়ে নয় হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।