ক্রিকেট
এখন মাঠে
0

ভোরে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। লাডারহিলে ম্যাচটি শুরু হবে বুধবার ( ১২) ভোর সাড়ে ৫টায়।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে বেশ বিপদে আছে লঙ্কানরা। সুপার এইটে খেলার সম্ভাবনা কাগজে-কলমে থাকলেও, বাস্তবতা বলছে ভিন্ন কথা।

গ্রুপপর্বে নিজেদের বাকি দুটো ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদেরকে জয় তো পেতে হবেই, সঙ্গে আশা করতে হবে এই দুটোর দলের যে কেউ যেন বাংলাদেশকেও হারিয়ে দেয়।

যদি বাংলাদেশ তাদের বাকি দুটো ম্যাচ জিতে নেয়, সেক্ষেত্রে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।

লঙ্কানদের জন্য আরেকটি দু:সংবাদ, স্থানীয় আবহাওয়া অফিস বলছে, লাডারহিলে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ ভেসে গেলে দুই দলকেই সন্তুষ্ট থাকতে হবে এক পয়েন্ট নিয়ে।

আর তাতে যতটুকু সম্ভাবনা বেঁচে আছে সেটিও ভেস্তে যাবে লঙ্কানদের। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা নেপাল অবশ্য লঙ্কানদের বিপক্ষে অঘটন উপহার দেয়ার চেষ্টা করবে।

ইএ