টি-২০ বিশ্বকাপে উগান্ডাকে হারিয়েছে আফগানিস্তান

0

টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে ১২৫ রানে হারিয়েছে আফগানিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রানের পুঁজি পায় রশিদ খানের দল। এদিন আফগানদের হয়ে ফিফটি হাঁকিয়েছেন ওপেনার গুরবাজ আর জাদরান।

চারটি চার ও সমান ছক্কায় ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন গুরবাজ। তাকে সঙ্গ দেয়া জাদরানের সংগ্রহ ৪৬ বলে ৭০ রান। মূলত ওপেনিংয়ে তাদের ১৫৪ রানের জুটিতে জয়ের ভীত পায় আফগানিস্তান।

দুই ওপেনারের বিদায়ের পর তেমন সুবিধা করতে পারেনি আফগান ব্যাটাররা। নাজিবুল্লাহ, নাইব,ওমরজাইদের মধ্যে কেউই ক্রিজে সেট হতে পারেননি। শেষদিকে, ১৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবী।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রানেই গুটিয়ে যায় উগান্ডা। আফগানদের হয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফজল হক ফারুকি।

এসএস