ক্রিকেট
এখন মাঠে
0

টি-২০ বিশ্বকাপে রেকর্ড রাঙা জয় যুক্তরাষ্ট্রের

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেকর্ড রাঙা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে স্বাগতিকরা জিতেছে ৭ উইকেটে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় যুক্তরাষ্ট্র। দলীয় রানের খাতা না খুলতেই বিদায় নেন স্টিভেন টেইলর। শূণ্য রানে উইকেট হারালেও শুরুর চাপ সামলে নেন অধিনায়ক প্যাটেল আর ওয়ানডাউনে নামা গোউস।

প্যাটেল ১৬ রানে বিদায় নিলেও ফিফটি হাঁকিয়েছেন গোউস। তাকে সঙ্গ দেয়া আরেক ব্যাটার জোন্সও পেয়েছেন ফিফটি। গোউস ৬৫ রানে বিদায় নিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জোন্স। ৪০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তার ঝড়ো ইনিংসটিতে ছিল দশটি ছয় ও চারটি চারের মার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রানের পুঁজি পায় কানাডা। যা ছিল টি-২০ বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের সর্বোচ্চ স্কোর।

তবে, তাদের রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি যুক্তরাষ্ট্র। দাপুটে জয়ে রেকর্ড নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ইএ