আফগানিস্তানে নৌকাডুবি, ২০ জনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি | ছবি : সংগৃহীত
0

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে বাসাউল এলাকার একটি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নৌকাটিতে ২৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রদেশের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ তারা উদ্ধার করেছে। যার মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু আছে। অন্যদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

কোনো সেতু না থাকায় এই অঞ্চলের বাসিন্দারা স্থানীয়ভাবে তৈরি নৌকা দিয়ে নদী পার হয়ে গ্রাম ও স্থানীয় বাজারের মধ্যে যাতায়াত করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এসএসএস