মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আজ (শুক্রবার, ৩১ মে) হুতিরা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার, ৩০ মে) ইয়েমেনের অন্তত ১৩টি লক্ষ্যবস্তুতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

এতে অন্তত ১৬ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। এর জবাব দিতেই মার্কিন বিমানবাহিনীর রণতরীতে তারা হামলা চালিয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হোদেইদে প্রদেশের সালিফ বন্দর, আল-হক বিভাগের একটি রেডিও ভবন, ঘালিফা ক্যাম্প এবং দুটি বাড়িতে হামলা চালিয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর