বিদেশে এখন

'তাইওয়ানকে সতর্ক করতেই চীনের সামরিক মহড়া'

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া সামান্য সতর্কতা ছিল বলে আবারও দ্বীপরাষ্ট্রটিকে সতর্ক করেছে চীন। বুধবার (২৯ মে) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদের উসকানি বন্ধ না হওয়া পর্যন্ত চীনও সামরিক পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবে।

গেল সপ্তাহে দুইদিনের ওই মহড়ায় তাইওয়ান প্রণালীতে যুদ্ধবিমান ও জাহাজ পাঠিয়েছিল বেইজিং। একে যুদ্ধের উসকানি বলে অভিযোগ তাইওয়ানের।

চীন-তাইওয়ান বিষয়ক মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, 'তাইওয়ানের স্বাধীনতায় মদদদাতা ও চীনের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করা বহিঃশক্তিদের কঠোরভাবে সতর্ক করছি। জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সামান্য নিদর্শন ছিল ওই মহড়া, স্বাধীনতা অর্জনের চেষ্টা বন্ধ না হলে যা অব্যাহত থাকবে।'

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর