এদিন লেনদেন হওয়া শেয়ার ও ফান্ডের মধ্যে ৩১টির দাম বেড়েছে আর কমেছে ৩২২টি এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮৪ লাখ টাকা।
গত ১৩ মে থেকে সূচক কমতে শুরু করেছে। আজ রোববারও যে ধারা অব্যাহত ছিল।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর সূচক ‘ডিএসইএস’১৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এর আগে সকালে লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টার মাথায় ৮০ পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের।