বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমেছে সাড়ে ৫ শতাংশ

স্বর্ণের বার
স্বর্ণের বার | ছবি: সংগৃহীত
1

একটানা বাড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দরপতন। মঙ্গলবার আউন্সপ্রতি সোনার দাম এক লাফে ৫ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৫ দশমিক ২৬ মার্কিন ডলারে, যা করোনা মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ দরপতনের ঘটনা। এর ঠিক আগের দিন, সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়।

রেকর্ড ছোঁয়ার একদিন পরেই বিশ্ববাজারে হঠাৎ বড় দরপতন সোনালী ধাতুর। গেল পাঁচ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে স্বর্ণের বাজারদর। স্পট মার্কেটে প্রতি আউন্সে ৫ দশমিক ৫ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্ন ৪ হাজার ১১৫ ডলারে নেমেছে সোনার দাম। যা ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় পতন।

এছাড়া ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণের ফিউচার কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলারে দাঁড়িয়েছে। এর ঠিক এক দিন আগেই মূল্যবান এই ধাতুর দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। চলতি বছর এখন পর্যন্ত দামের উত্থান প্রায় ৬০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা নিরসন ও নতুন মার্কিন-চীন বাণিজ্য চুক্তি ঘোষণার সম্ভাবনা থাকায় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম আবার স্থিতিশীল হতে পারে বলেও মনে করছেন তারা।'

বিশ্ববাজারে বড় ধাক্কা খেয়েছে রুপার দামও। স্পট রুপার দাম ৮ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮ দশমিক ৬ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৭ শতাংশ কমে ১ হাজার ৫২৩ দশমিক ৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৯৮ ডলারে দাঁড়িয়েছে।

ইএ