শিক্ষা
দেশে এখন
0

উপকূলীয় ১৯ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় ১৯ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে আশ্রয়কেন্দ্র ব্যবহারের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ (রোববার, ২৬ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যেভাবে যে সমস্ত অবকাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা ব্যবস্থা নেবেন। অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়।’

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা দুর্যোগ কমিটির নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান স্থগিত থাকবে।’

প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে আজ (রোববার, ২৬ মে) সকালে এই পূর্বাভাস দেয়া হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের যে গতিপথ দেখানো হচ্ছে তা পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝ দিয়ে অতিক্রম করবে।

ইএ