আমদানি-রপ্তানি
অর্থনীতি

হিলি স্থলবন্দরে তিন হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৩ হাজার মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে। ৭টি আমদানিকারক প্রতিষ্ঠানকে এই আমদানির অনুমতি পেয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ মে) বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হওয়ার কথা রয়েছে।

কাঁচা মরিচ আমদানির অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী ইউসুফ আলী।

এখন টিভি তিনি বলেন, 'হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে ৭টি আমদানিকারক প্রতিষ্ঠান। এদের মধ্যে প্রসাদ ইমপ্রেস্ক ৫০০ টন, রাতুল ইন্টারন্যাশনাল ১০০ টন, মোহাম্মদ ট্রের্ডাস ৫০০ টন, এনপি ট্রের্ড ইন্টারন্যাশনাল ৫০০টন, আশরাফ আলী ট্রের্ডাস ১ হাজার টন ও নাহিদ এন্টারপ্রাইজ ৩০০ টন।'

এর আগে ২০২৩ সালে ২১ নভেম্বর সবশেষ কাঁচা মরিচ আমদানি হয় এই বন্দর দিয়ে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর