আজ (রোববার, ১৯ মে) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ‘ইউসেপ বাংলাদেশ’ আয়োজিত ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইউসেপ বাংলাদেশ কার্যক্রম শুরুর দিন থেকেই দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
প্রতিমন্ত্রী তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘দেশপ্রেম শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে এবং দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে হবে।’
অনুষ্ঠানে সাবেক এমপি এবং ইউসেপ অ্যাসোসিয়েশনের সদস্য হাফিজ আহমেদ মজুমদার, ইউসেপের সদস্য ড. ওবায়দুর রব, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার নেসার ইজাজ বিজয় উপস্থিত ছিলেন।
একইদিন বিকেলে প্রতিমন্ত্রী বিখ্যাত সু-ব্র্যান্ড লোটোর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। একইসঙ্গে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন।