আন্তর্জাতিক সব বিধিনিষেধ উপেক্ষা করে রাফায় হামলা চালাতে যাচ্ছে ইসরাইল। শনিবার (১১ মে) এমনটাই জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা দপ্তর-আইডিএফ। রাফা সীমান্ত থেকে দ্রুত ফিলিস্তিনিদের সরে যেতে বলছে তারা।
কারণ হিসেবে আইডিএফ জানায়, হামাসের সঙ্গে যেকোন মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরাইলি সেনারা। হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ গাজা ও মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফায় আশ্রয় নেয় লাখো ফিলিস্তিনি।
তবে ইসরাইলি সেনাদের গেল কয়েকদিনের তাণ্ডবে এবার এ অঞ্চল ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে তাদের। জাতিসংঘের তথ্যমতে, হামলা থেকে বাঁচতে এরই মধ্যে ৮০ হাজার ফিলিস্তিনি রাফা ছেড়েছে।
হামাস নির্মূলের উদ্দেশ্যে গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে সেনা টহল ও ট্যাংকার মজুদ বাড়িয়েছে তেল আবিব।