দেশে এখন
0

১ ঘণ্টারও বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সিলেট বিভাগ

আশুগঞ্জে ২ টি বিদ্যুৎ প্লান্টের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ থাকায় পুরো সিলেট বিভাগ ১ ঘণ্টারও বেশি বিদ্যুৎ বিহীন ছিলো।

আশুগঞ্জে ট্রান্সফরমার ত্রুটিরজনিত কারণে এমন সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের।

শনিবার (৪ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেট বিভাগের জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে জানা যায় আশুগঞ্জ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহর বন্ধ থাকায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের সকল গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

প্রায় ১ ঘণ্টারও বেশি সময় পর সিলেট অংশে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ হলে আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

তবে পুরো বিভাগ স্বাভাবিক হতে আরও ৩-৪ ঘণ্টা লাগবে বলে জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, 'ট্রান্সফরমারের ত্রুটিজনিত কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিলো। বর্তমানে ত্রুটিজনিত সমস্যা নিরসন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।'

এছাড়া গরমে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তাই দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা।