পরিবেশ ও জলবায়ু
0

চার জেলায় তীব্র তাপপ্রবাহ, আছে বৃষ্টির পূর্বাভাস

পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া আরও কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ (শনিবার, ৪ মে) সকালে আবহাওয়া অফিস থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।

দেশে তীব্র তাপপ্রবাহ চলছে ক'দিন ধরেই। আজও দেশের চারটি জেলার উপর এ তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলায় তীব্র তাপপ্রবাহ হলেও দেশের অন্যান্য জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ নেই।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।

এদিকে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এছাড়াও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসএস