বাজেট ২০২৪-২৫
অর্থনীতি
0

আগামী অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা

আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। আজ (মঙ্গলবার, ৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আসন্ন বাজেটে আয়কর থেকে ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা। আর মূসকে ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা।

বাজেটে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৮০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি ১১ দশমিক ৬২ শতাংশ।

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিলে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরবর্তীতে গত জানুয়ারিতে লক্ষ্যমাত্রা ২০ হাজার কোটি টাকা কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।

এনবিআর সূত্র জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রাজস্ব আদায় হয় ২ লাখ ২৬ হাজার ৫৮৬ কোটি টাকা। পরবর্তী ৪ মাসে আদায় করতে হবে আরও ১ লাখ ৮৩ হাজার কোটি টাকার বেশি।

আগামী ২০২৪-২৫ অর্থবছরের আকার ধরা হয়েছে ৮ লাখ কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার গত ২ এপ্রিল রাজধানীতে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান।

তিনি বলেছিলেন, ‘আসছে বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকার। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করার কাজ শুরু করেছি। মূল্যস্ফীতি কমানোর একটা প্রক্রিয়া হলো সুদহার বাড়ানো। সরকার কর জিডিপি রেশিও বাড়াতে আগ্রহী।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর