ফের বাড়লো দাখিলের সময়; ঘরে বসে যেভাবে নিজের আয়কায় রির্টান জমা করবেন

এনবিআর
এনবিআর | ছবি: এখন টিভি
0

প্রত্যাশার তুলনায় রিটার্ন জমা কম হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা (Tax Return Submission Deadline) আরও এক মাস বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা কোনো জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (Official Notification) জারি করা হয়েছে।

আয়কর রিটার্ন দাখিল ২০২৪-২৫: সর্বশেষ আপডেট
বিষয় (Topic) বিস্তারিত তথ্য (Details)
নতুন সময়সীমা (New Deadline) ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (কার্যকর ১ মার্চ পর্যন্ত)
দফা (Extension Phase) তৃতীয় দফা সময় বৃদ্ধি (3rd Extension)
দেরি হলে জরিমানা (Late Penalty) মাসিক ৪% সুদ ও সর্বনিম্ন ১,০০০ টাকা জরিমানা
সুবিধা (Benefits) পূর্ণ কর রেয়াত ও সুদ মওকুফ (Tax Rebate)
অনলাইন নিবন্ধন (Online Reg.) ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা
মোট জমা (Total Submission) এখন পর্যন্ত ৩৭ লাখের বেশি রিটার্ন

আরও পড়ুন:

আয়কর আইন (Income Tax Act) অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষের (Tax Year 2024-25) জন্য রিটার্ন দাখিলের মূল সময়সীমা ছিল নভেম্বর। তবে পর্যাপ্ত রিটার্ন জমা না পড়ায় এ নিয়ে তৃতীয় দফায় সময়সীমা বাড়ানো (Third Extension of Deadline) হলো। যেহেতু ২৮ ফেব্রুয়ারি শনিবার, তাই আইন অনুযায়ী করদাতারা পরবর্তী কার্যদিবস ১ মার্চ পর্যন্ত জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার সুযোগ পাবেন।

সময়মতো রিটার্ন না দিলে যেসব ঝুঁকি রয়েছে

বর্তমান বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল (Return Filing) না করলে করের ওপর প্রতি মাসে ৪ শতাংশ হারে সুদ (4% Interest) এবং আগের বছরের করের ৫০ শতাংশ বা সর্বনিম্ন ১,০০০ টাকা জরিমানা (Minimum Penalty) হতে পারে। এছাড়া বিনিয়োগে কর রেয়াত (Tax Rebate on Investment) বা কর অব্যাহতি সুবিধা হারানোর পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা পেতেও জটিলতা তৈরি হতে পারে। তবে সময়সীমা বাড়ানোর ফলে এই বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা সুদ ও জরিমানা থেকে রেহাই পাবেন এবং পূর্ণ কর রেয়াত সুবিধা ভোগ করতে পারবেন।

রিটার্ন জমার বর্তমান পরিস্থিতি

এনবিআরের তথ্যমতে, গত বছর প্রায় ৪৫ লাখ রিটার্ন জমা পড়েছিল। চলতি বছর এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে মিলিয়ে জমা পড়া রিটার্নের সংখ্যা ৩৭ লাখের কিছু বেশি। এদিকে, গত ২৫ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ইতোমধ্যে ৪৭ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন (Online Tax Return) জমা দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

আরও পড়ুন:



এসআর