কোভিড মহামারি পরবর্তী সময়ে চাহিদায় ধস নামায় ২০২৩ সালেও রেকর্ড ক্ষতির মুখে পড়েছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে দৃশ্যপট।
মঙ্গলবার (৩০ এপ্রিল) স্যামসাং ইলেক্ট্রনিকস জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় বেড়েছে এক বছর আগের তুলনায় প্রায় ১৩ শতাংশ। জানুয়ারি থেকে মার্চে স্যামসাংয়ের রাজস্ব এসেছে ৫ হাজার ২৩০ কোটি ডলার। দক্ষিণ কোরিয়ার স্থানীয় মুদ্রায় ৭১.৯২ ট্রিলিয়ন বা প্রায় ৭২ লাখ কোটি ওন।
সিএনবিসি'র প্রতিবেদনে বলা হয়, রাজস্ব ও লাভের পরিমাণ স্যামসাংয়ের পূর্বাভাসের চেয়ে বেশি হলেও সঙ্গতিপূর্ণ। ২০২৪ সালে মার্চ পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির নিট লাভ বেড়েছে ৯৩২.৮ শতাংশ। সব খরচ বাদ দিয়ে গেল তিন মাসে ৬৬১ লাখ কোটি ওন লাভ করে স্যামসাং।
স্যামসাং জানায়, এই মোটা অঙ্কের রাজস্ব ও লাভের নেপথ্যে রয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টিফোর স্মার্টফোনের বিক্রি এবং মেমোরি সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধি। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অগ্রগতিতে চাহিদা ও দাম বেড়েছে মেমোরি চিপের। ন্যান্ড ও ড্রাম মেমোরি চিপের মধ্যে ফ্ল্যাশ মেমোরি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তায় স্যামসাংয়ের ন্যান্ডের চাহিদা বেড়েছে। যা এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রান্তিকেও অব্যাহত থাকবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।
অন্যদিকে ডায়নামিক র্যান্ডম-অ্যাক্সেস মেমোরি চিপ বা ড্রাম উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনকারী স্যামসাং। স্মার্টফোন-কম্পিউটার থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত বিভিন্ন নিয়মিত পণ্যে ব্যবহৃত হয় এই চিপটি।
গেল বছর প্রথম প্রান্তিকে সাড়ে চার ট্রিলিয়ন এবং শেষ প্রান্তিকে দুই ট্রিলিয়ন কোরিয়ান ওনের বেশি ক্ষতি গুণেছিল স্যামসাং। সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বে শীর্ষ তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক অগ্রগতি চলতি বছর ৩৬০ ডিগ্রি পাল্টে দিয়েছে স্যামসাংয়ের আর্থিক বিবরণী।
চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেমোরি চিপের উৎপাদন সক্ষমতা বাড়াতে স্যামসাংকে ৬৪০ কোটি ডলারের তহবিল প্রদানের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।