শিক্ষা
দেশে এখন
0

'কয়েক জেলার তাপমাত্রার কারণে পুরো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যৌক্তিক নয়'

কয়েকটি জেলার তাপমাত্রার কারণে পুরো দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে কোনো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপর গেলে সেখানকার শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলেও জানিছেন তিনি।

আজ (রোববার, ২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'রাজধানীর সঙ্গে পুরো দেশের তাপমাত্রা বিবেচনা করা মোটেই উচিত নয়। দেশের ইতিহাসে এমন কোনো তাপপ্রবাহ তৈরি হয়নি যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।'

দাবদাহের কারণে মাধ্যমিক পর্যায়ে সময় বেধে দেওয়ার প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে

প্রাথমিক স্কুলগুলোর সময় বেধে দেয়া হয়েছে, মাধ্যমিকে সময় বেধে দেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘দেশের প্রাথমিক স্কুলগুলোয় সময় বেধে দেয়া হয়েছে। তবে মাধ্যমিকে সময় বেধে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।’

প্রসঙ্গত, ঈদের ছুটি এবং তাপপ্রবাহের কারণে পরবর্তীতে দেওয়া ছুটি শেষে আজ সারাদেশের স্কুল-কলেজ খুলেছে। এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজেও আজ শুরু হয়েছে ক্লাস।

গতকাল এক বিজ্ঞপ্তিতে শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রমের সূচি জানানো হয়। এতে বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রতিদিন সকাল ৮ থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

তবে ক্লাস চললেও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। এমনকি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমের যেসব কাজ কক্ষের বাইরে করতে হয় এবং তাপের সংস্পর্শে আসতে হয়, সেসব কাজও সীমিত থাকবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

এছাড়া তাপপ্রবাহের কারণে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ইএ