ফেসবুক পেইজে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের ছয় দফা পূরণের দাবি জানান শিক্ষার্থীরা। এসময় কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান তারা।
এছাড়া কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মশাল মিছিল বের হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট প্রদক্ষিণ করে মিছিলটি। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
সিলেটেও মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা জানান, তাদের ৬ দফা দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবেন তারা।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করাসহ ছয়দফা দাবিতে রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের ১৮ সদস্যের সাথে সচিবালয়ে তিন ঘণ্টা বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনে। তবে বৈঠক শেষ করে বলেন, তারা আলোচনায় সন্তুষ্ট নন। দাবি করেন, উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাদের আনা হলেও উপস্থিত ছিলেন না শিক্ষা উপদেষ্টা।
সুনির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।