ধর্ম
পরিবেশ ও জলবায়ু
0

বৃষ্টির জন্য কুড়িগ্রামে ইস্তিস্কার নামাজ আদায়

তাপপ্রবাহ ও রোগব্যাধি থেকে পরিত্রাণসহ ক্ষেত রক্ষায় বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিস্কার সুন্নত নামাজ আদায় করেছেন কুড়িগ্রামের ধর্মপ্রাণ মানুষ।

আজ (বুধবার, ২৪ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পূর্বপাড়ের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাজার ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার বিকেল ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া গত ২২ মার্চ পর্যন্ত ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল কুড়িগ্রামে। এরপর এক মাস যাবত আর বৃষ্টি হয়নি।

এসএস