ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএল মাতাচ্ছেন ঘরোয়া লিগের পাঁচ ক্রিকেটার

জাতীয় দলের হয়ে খেলেননি। তবে আইপিএল মাতাচ্ছেন ভারতের ঘরোয়া লিগ থেকে উঠে আসা এমন পাঁচ ক্রিকেটার। তাদের তাক লাগানো পারফরম্যান্সে লাভবান হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোও।

১. মায়াঙ্ক জাদব

২১ বছর বয়সে প্রতি ঘণ্টা গতিতে বোলিং করেন ১৫৬ কিলোমিটার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলোচনা হওয়ার কথা। হচ্ছেও তাই। আইপিএলে দেড়শ' কিলোমিটারের বেশি গতিতে বোলিং করা মায়াঙ্ক জাদবকে নিয়ে ক্রিকেট বিশ্লেষক আর ভক্তদের উৎসাহের কমতি নেই। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই পেসার জাতীয় দলের জার্সি এখনো গায়ে জড়াননি। কিন্তু গতির ঝড় তোলায় ভারতীয় পেস ইউনিটে শীঘ্রই যুক্ত হতে পারেন তিনি, এমনটাই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা যাদব আইপিএলে খুব বেশি ম্যাচ খেলেননি। তবে, ২০ লাখ রুপির এই পেসার স্বল্প ম্যাচ খেললেও আলো ছড়িয়েছেন।

২. রিয়ান পরাগ

রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রিয়ান পরাগ আগেও আইপিএলে খেলেছেন। তবে, এবারের মতো ধারাবাহিক ছিলেন না। পয়েন্ট টেবিলে রাজস্থানের ইতিবাচক অবস্থান ধরে রাখার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তার। তাছাড়া এ মুহূর্তে ব্যাটিং গড়ের দিক দিয়ে সেরাদের তালিকায় আছে রিয়ান পরাগের নাম। রাজস্থানে প্রায় ৪ কোটি রুপি পাওয়া আসামের এই ক্রিকেটার জাতীয় দলে ডাক পাননি। তবে, এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভারতীয় নির্বাচকরা তাকে বিবেচনা করতে পারেন।

৩. অভিষেক শর্মা

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা অভিষেক শর্মার স্ট্রাইক রেট দুইশ'র কাছাকাছি। গেলবারের আইপিএলেও তিনি পারফর্ম করেছিলেন। তাই এবার দাম পেয়েছেন সাড়ে ৬ কোটি রুপি। বেশি মূল্য পাওয়া এই ক্রিকেটার নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন। এবার দুটি ম্যাচে দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বোলিংয়ে আশানুরূপ না হলেও তার উইলোবাজিতে টিম ম্যানেজম্যান্ট সন্তষ্ট।

৪. আশুতোষ শর্মা

পাঞ্জাব কিংসে ফিনিশারের ভূমিকায় খেলা আশুতোষ শর্মা ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছেন। তরুণ এই ক্রিকেটার ৪ ম্যাচে করেছেন ১৫৬ রান। তার দাপুটে ব্যাটিং যেকোনো ম্যাচেরই মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আশুতোষের ওপর আস্থা রাখছে পাঞ্জাব কিংস।

৫. শশাঙ্ক সিং

আশুতোষের সতীর্থ শশাঙ্ক সিং দলের নিয়মিত মুখ। আইপিএলের কয়েকটি ম্যাচে নিজ সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৯ বলে তার ৬১ রানের ইনিংসটা ছিল নজরকাড়া।

এসএসএস