সপ্তাহজুড়ে দরপতনে শেষ হয়েছে পুঁজিবাজার

0

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (বৃহস্পতিবার, ১৮ এপ্রিল) সূচক কমেছে ৭৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫২২ কোটি ৫৯ লাখ টাকা। শেষদিন টাকার অঙ্কে লেনদেন বাড়লেও, ঈদের ছুটির পর প্রথম সপ্তাহে টানা চার কর্মদিবসেই হয়েছে দরপতন।

চলতি সপ্তাহে পাঁচ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে ১৭৭ পয়েন্ট। সপ্তাহ শেষে ডিএসইএক্স অবস্থান করছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে।

এর মধ্যে ছুটির পর প্রথম কর্মদিবসে সোমবার (১৫ এপ্রিল) সূচক কমে ৮৫ পয়েন্ট। এদিন দর হারায় ৯০ ভাগ কোম্পানির শেয়ার। মঙ্গলবার (১৬ এপ্রিল) ও গতকাল (বুধবার, ১৭ এপ্রিল) সূচক কমেছে ৪ ও ১০ পয়েন্ট। চারদিনই লেনদেন হয়েছে ৫০০ কোটির কম।

পুঁজিবাজার বাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ বলেন, 'ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থাহীনতায় লেনদেন কমছে পুঁজিবাজারে। ভালো শেয়ারের দাম না বাড়ায় তৈরি হচ্ছে হতাশা। আবার অনেক প্রতিষ্ঠান উৎপাদনে না থাকলেও অনৈতিকভাবে দাম বাড়ছে তাদের শেয়ারের।'

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব্রেটরিজ লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লভেলো আইসক্রিম, গোল্ডেন সন লিমিটেড। এদিন দর বাড়ার শীর্ষে অবস্থান করে এশিয়াটিক ল্যাব্রেটরিজ লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, ইফাদ অটোস পিএলসি। সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতের এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, ক্যাপিটেক গ্রামীণ গ্রোথ ফান্ড ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর শেয়ারের।

এসএস

BREAKING
NEWS
1