ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএলে চড়া দাম পাওয়া ক্রিকেটাররা ব্যর্থ!

২০২৪ আইপিএলে চড়া মূল্যে বিক্রি হয়েছেন। কিন্তু মাঠের ক্রিকেটে ব্যর্থ হচ্ছেন আস্থার প্রতিদান দিতে। নিলামের মাধ্যমে কোটি কোটি টাকা পেলেও পারফরম্যান্সে মলিন।

আইপিএল মানেই টাকার ঝনঝনানি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া অনেক ক্রিকেটারই কোটি টাকা পেয়ে থাকেন। আর যারা টি-টোয়েন্টি ক্রিকেটের বড় তারকা তাদের বাজার দরটা তো অনেক বেশি। এর মধ্যে যারা সর্বোচ্চ মূল্য পান তাদের দিকে ক্রিকেটপ্রেমীদের আলাদা ফোকাস থাকে।

এই যেমন মিচেল স্টার্ক আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। অভিজ্ঞ এ পেসারের জন্য শাহরুখ খানের দল খরচ করেছে প্রায় ২৫ কোটি রুপি। চড়া দামে দলে ভিড়ালেও বলার মতো তেমন পারফর্ম করতে পারছেন না তিনি।

বিশ্বকাপ ছাড়াও বিগত সিরিজগুলোতে ধারাবাহিক খেলে যাচ্ছিলেন কিউই ক্রিকেটার ড্যারেল মিচেল। তারই পুরস্কারস্বরূপ চড়া দাম পান আইপিএলে। ১৪ কোটি রুপিতে তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। কিন্তু আইপিএল ইতিহাসের অন্যতম দামি ক্রিকেটার আস্থার প্রতিদান দিতে পারছেন না। সীমিত ফরম্যাটের ক্রিকেটে ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন এ অলরাউন্ডার।

বিশ্বকাপে আফগানদের বিপক্ষে গ্ল্যান ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের কথা কমবেশি সবারই জানা। স্বল্প দিনের মধ্যেই যেন খেই হারিয়েছেন অজি তারকা। ১১ কোটি রুপি মূল্যের ম্যাক্সওয়েল আরসিবির হয়ে এবারের আসরে নিজেকে মেলে ধরতে পারছেন না।

ম্যাক্সওয়েলের মতোই ব্যর্থ হচ্ছেন সতীর্থ ক্যামেরন গ্রিন। সাড়ে ১৭ কোটিতে দল পাওয়া গ্রিন ব্যাঙ্গালুরুর আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। ব্যাটিংয়ে সুবিধা না করার পাশাপাশি বোলিংয়েও ব্যর্থ এই অলরাউন্ডার।

ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্যাম কারেনকে এবারও ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে রেখে দিয়েছিল পাঞ্জাব কিংস। বোলিংয়ে খানিকটা ভালো করলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না ইংলিশ ক্রিকেটার। সাড়ে ১১ কোটিতে দল পাওয়া জোসেফ আর ১১ কোটি ৭৫ লাখ রুপির দামের হর্শাল প্যাটেলও নামের প্রতি সুবিচার করতে পারছেন না।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর