দেশে এখন
0

নোয়াখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় এখনও শেষ হয়নি নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী কামাল উদ্দীন সড়কের কাজ। ১৮ কিলোমিটারের মধ্যে যে ১৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে তাতেও রয়েছে নানা অনিময়ের অভিযোগ।

২০২০ সালে নোয়াখালীর কবিরহাট উপজেলার ফলাহারি থেকে বেগমগঞ্জের গ্লোব ফ্যাক্টরি পর্যন্ত ১৮.২০ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়। তবে ভূমি অধিগ্রহণ, রেললাইন ওভারপাসসহ নানা জটিলতায় ধীরগতিতে কাজ চলে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের কথা থাকলেও এখনও হয়নি।

স্থানীয়দের অভিযোগ, এই সড়কে ৩টি ব্রিজ করা হয়েছিলো। ৩টি ব্রিজের একটিও ঠিকভাবে করা হয়নি। আবার কোথাও সড়ক করা হয়েছে প্রশস্ত আবার কোথাও সরু। সবমিলিয়ে কাজ ঠিকভাবে হচ্ছে না। এজন্য আমাদের চলাচল করতে কষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে এই সড়কের কাজ শেষ না হওয়ায় নোয়াখালী খালের ওপর ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটিয়াবাড়ি ব্রিজটিও কোনো কাজে আসছে না। আর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুবিধা থেকে বঞ্চিত লাখো মানুষ।

ব্রিজটি চালু না হওয়ায় চলাচলকারীদের চৌমুহনীতে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয়। সড়কের কাজ শেষ করে ব্রিজটি ব্যবহারযোগ্য করার দাবি স্থানীয়দের।

নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, কাজের শুরু থেকে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বেগ পেতে হয়। তাই সড়কের সঙ্গে ব্রিজ চালু করা যায়নি। তবে সব সমস্যার সমাধান করে ডিসেম্বরের মধ্যে ব্রিজটি চালু করা হবে।