ধর্ম
দেশে এখন
0

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হলো দিনাজপুরে

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি এশিয়া উপ-মহাদেশের সবচেয়ে ঈদগাহ মিনার ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে একসাথে ছয় লাখেরও বেশি মুসল্লি­ অংশ নিয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) সকাল ৯টায় দেশের সবচেয়ে বড় এই নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী। নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।

ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লি। ছবি: এখন টিভি

ঈদের নামাজে পাশ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে আগত মুসলি­দের জন্য দু'টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

নামাজ শেষে গোর-এ শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম বলেন, এই মাঠে একসাথে ৬ লক্ষাধিক মুসলি­ অংশ নিয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করা হয়।

এসএস