আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশে ফিরেছিলেন মোস্তাফিজ। এ কারণে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচ খেলা হয়নি তার। আর তাতে হাতছাড়া হয়েছিল আইপিএলের পার্পল ক্যাপ।
তবে কলকাতার সঙ্গে ম্যাচের আগে দলে যোগ দেন ফিজ। সে ম্যাচে তাকে খেলানো হবে, তা অনুমেয়ই ছিল। কারণ আগের ম্যাচগুলোতে আস্থার প্রতিদান দিয়েছেন এই বাঁহাতি পেসার।
চেন্নাইয়ের একাদশে ফিরে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন মুস্তাফিজ। শুরুর দিকে উইকেট না পেলেও রান খরচের দিক দিয়ে বেশ হিসেবি ছিলেন কাটার মাস্টার।
ফেরেন ডেথ ওভারে, যেখানেই সবচেয়ে বেশি ভয়ংকর ফিজ। তার নমুনাও পাওয়া গেল। ১৮তম ওভারেই তার স্লোয়ারে কাবু হতে পারতেন কলকাতা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কিন্তু ধোনি ক্যাচ মিস করায় অপেক্ষা বাড়ে মুস্তাফিজের। তবে ইনিংসের শেষ ওভারে চমক দেখান তিনি। বোলিংয়ে এসে ফেরান ইনফর্ম ব্যাটার আইয়ারকে। যে কি না এদিন দলটির হয়ে সর্বোচ্চ রান করেছেন।
একই ওভারে সাজঘরের পথ দেখান আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে। আর্থিক মূল্যের দিক দিয়ে স্টার্ক এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তার চেয়ে এগিয়ে মুস্তাফিজ। চেন্নাই-কলকাতা ম্যাচের ফ্যানপুল দিয়েছে সেই খবর।
সেখানে প্রশ্ন জুড়ে দেয়া হয়েছিল কোন বাহাতি পেসার এবারের মৌসুমে উইকেট বেশি পাবেন? ৭৭ শতাংশের উত্তর ছিল ২ কোটি রুপি মূল্যের মুস্তাফিজের পক্ষেই। কারণ পারফরম্যান্সের মাধ্যমে সেই প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে আবারও পার্পল ক্যাপ নিজের দখলে নিয়েছেন মুস্তাফিজ। ম্যাচের পর তাকে সেই ক্যাপ পড়িয়ে দেন সতীর্থ রবীন্দ্র জাদেজা।