ক্রিকেট
এখন মাঠে
0

চট্টগ্রাম ছেড়ে কেন ঢাকায় ফিরলেন তামিম?

এনসিএলের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে ঢাকায় ফিরেছেন তামিম ইকবাল। পূর্ব শর্ত অনুযায়ী নির্দিষ্ট ম্যাচ খেলেই দল ছেড়েছেন টাইগার সাবেক অধিনায়ক। সিলেট ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমে একথা জানান তিনি।

ক্রিকেট থেকে ৭ মাসের বিরতি, অনেকেই হয়ত ভেবেছিলেন এটাই সমাপ্তি। তবে মানুষটা তামিম ইকবাল বলেই হয়ত, ৭ মাস পরেও উইলো হাতে নিলে মাঠে ছড়াতে পারেন মুগ্ধতার ফুলঝুরি।

বিপিএলের আগে নিজের ফিটনেস কিংবা মাঠে রিফ্লেকশন বুঝতে এনসিএল টি-টোয়েন্টির আসর প্রস্তুতির মঞ্চ হিসেবে এসেছিল তামিমের কাছে।

সুযোগ কাজে লাগাতে পটু তামিম সে সুযোগটাই লুফে নিলেন। প্রথম ম্যাচে ব্যাটে রান না এলেও পরের তিন ম্যাচে মাঠে ছিলেন দুর্দান্ত, অপ্রতিরোধ্য!

দেড়শোর বেশি স্ট্রাইক রেট আর চৌষট্টি এভারেজে ৪ ম্যাচে মোট রান ১৯০। আছে দুটি অর্ধশতক। তবে এ বেলায় সিলেটকে বিদায় বলে আসরের মাঝপথে তামিম ছেড়েছেন দল চট্টগ্রামের শিবির। ঢাকায় ফেরার পথে গণমাধ্যমে জানিয়েছেন নিজের ক্যামিও ক্রিকেট সফর নিয়ে।

তিনি বলেন, ‘আমার চারটা থেকে পাঁচটা ম্যাচই খেলার কথা ছিল। তো আজকে আমার শেষ ম্যাচ ছিল। প্রস্তুতি হিসেবে আমার যতটুকু দরকার ছিল আমার মনে হয় তা ফুলফিল করেছি।’

টি-টোয়েন্টির এই আসরে তরুণদের পারফরম্যান্সেও খুশি অভিজ্ঞ এই ওপেনার।

তামিম ইকবাল বলেন, ‘অনেকেই ভালো খেলতেছে। এদিক থেকে আমাদের ফাস্ট বোলার যারা আছেন তারা খুবই তরুণ। তারা ক্যারিয়ারে হয়তো তিন-চারটি টি-টোয়েন্টি খেলেছে। তারা এখান থেকে শিখবে।’

তবে দল উঠলে ফাইনালে খেলতে পারেন খান সাহেব। যদিও এখনই দিতে পারেন নি নিশ্চয়তা।

এএইচ