৪ ওভারে ২২ রানে ২ উইকেট। এর মধ্যে ডটবল করেছেন ১৬টি। বাকি ৮টি বলে দিয়েছেন ২২ রান। চার হজম করতে হয়েছে ৩টি। মোস্তাফিজুরকে ছয় মারতে পারেননি কেউ। নিয়েছেন ২টি উকেট।
সবমিলিয়ে চার ম্যাচে নয় উইকেট নিয়ে তালিকার প্রতমে আছে এ টাইগার পেসার। তার উইসকেট আরও বেশি হতে পারতো, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছিলেন মোস্তাফিজ। এ কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলা হয়নি। ম্যাচটা ৬ উইকেটে হেরেছিল চেন্নাই।
গতকাল (রোববার, ৮ এপ্রিল) ভারতে গিয়ে আজ (সোমবার, ৯ এপ্রিল) মাঠে নেমেই জয় তুলে নিলেন মোস্তাফিজ। তাঁর দল চেন্নাইও ফিরল জয়ের ধারায়। ৪ ইনিংসে ৯ উইকেট নিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিও মোস্তাফিজ।
শুধু এ কারণেই না, মোস্তাফিজের উইকেটসংখ্যা আরও বাড়তে পারত, যদি ১৮তম ওভারে তার বলে চেন্নাই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি আন্দ্রে রাসেলের ক্যাচটা নিতে পারতেন। মোস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি কলকাতা অলরাউন্ডার। বল ব্যাটে লেগে ধোনির গ্লাভস ছুঁয়ে চলে যায়।