'চলতি বছর হজ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে'

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে |
0

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরইমধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে।

চলতি বছর হজ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

সৌদি আরবের বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় হাব সভাপতি জানান, বাংলাদেশি হাজিদের জন্য মিনায় অবস্থানের স্থান এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া বিমানের শিডিউল এখনও নির্ধারিত না হওয়ায় সংশয় প্রকাশ করেন তিনি।

এজেন্সির মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সকল সুযোগ-সুবিধা যাচাই-বাছাই করে লিখিত চুক্তির মাধ্যমে হজে আসার পরামর্শ দেন হাব সভাপতি। হজ ব্যবস্থাপনায় কিছু ভুল-ত্রুটি হলেও আগামীতে তা আরও কমে আসবে বলেও আশ্বস্ত করেন তিনি।

আগামী ২২ থেকে ২৪ এপ্রিল মদিনায় অনুষ্ঠিত হবে সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের সম্মেলন। সেখানে হজের খরচ কমানোসহ বিভিন্ন বিষয় তুলে ধরা বলেও জানান হাব সভাপতি।