দেশে এখন
0

অতিরিক্ত ভাড়া আদায় করলে এক লাখ টাকা জরিমানা

এবারের ঈদযাত্রায় ভাড়া, গতি ও যাত্রী অতিরিক্ত হলে তাৎক্ষণিক এক লাখ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমীনউল্লাহ নূরী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত ফরিদপুরে এক গণশুনানী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জরিমানার কথা উল্লেখ করে আমীনউল্লাহ নূরী বলেন, ' সড়েকে আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে। মহাসড়কের পাশে কোন বাজার থাকবে না। আর হাইওয়ে সড়কে কোনভাবেই কোনো থ্রি হুইলার চলবে না। আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাদের সবার দ্বায়িত্ব তাদের বাঁচিয়ে রাখা। একসময় আসবে আমাদের বিরুদ্ধে মামলা হবে আপনি কেনো ঠেকান নাই।'

তিনি বলেন, 'সড়কপথে চাঁদাবাজি, অতিরিক্ত গতি, অতিরিক্ত ভাড়া নিলে, ফিটনেস না থাকলে, সড়কপথে চাঁদাবাজি হলে তথা যেকোন অনিয়ম হলে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে জানাবেন। কোনভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। জেলা প্রশাসকেরা বিষয়টি তদারকি করবেন। বাস মালিকেরা যেন নিজেরা ভাড়া নির্ধারণ না করেন। এসি বাসের ভাড়া ঢাকা থেকে নির্ধারণ করা হবে।'

সচিব বলেন, 'হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সবসময় হাইওয়ের পাশে রাখবেন। হাইওয়ের পাশে র্যাকার রাখতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ৫ লাখ টাকা, অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও গুরুতর আহতকে ১ লাখ টাকা জরিমানা দিতে হয়। আমরা এই ক্ষতিপূরণ আদায়ে তেমন আবেদন পাইনা। ক্ষতিগ্রস্থ পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এই জরিমানা পরিশোধ করতে হবে।'

এ সময় যাত্রীদের কষ্ট লাঘবে তিনি ফরিদপুর-ভাটিয়াপাড়া রুটে বিআরটিসির লোকাল বাস চালুর নির্দেশনা দেন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর