ফুটবল
এখন মাঠে
0

অবসর নিয়ে খোলাসা করলেন লিওনেল মেসি

অবসর নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বয়স বাড়লেও যতদিন ফর্ম থাকবে ততদিন মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই ক্ষুদে জাদুকর। খেলোয়াড়ি জীবনে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন লিও। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম এমবিপিসির বিগ টাইম পোডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এসব জানান আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বসেরা তারকা ফুটবলার লিওনেল মেসির পায়ের জাদুতে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের আনন্দে মাতে আর্জেন্টাইনরা। আর দুই বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে আয়োজিত বিশ্বমঞ্চে সেই স্মৃতির কি পুনরাবৃত্তি দেখার সুযোগ মিলবে মেসি ভক্তদের? নাকি তার আগেই মাঠের ফুটবলে কারিশমার সমাপ্তি ঘোষণা করবেন লিও? এমন অনেক প্রশ্নই উঁকি দেয় ভক্তদের মনে।

তিন মাস পর ৩৭ বসন্তে পা রাখবেন মেসি। তবে এখনই বুটজোড়া তুলে রাখতে চান না বিশ্বসেরা এই ফুটবলার। যতদিন সম্ভব মাঠ দাপিয়ে বেড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন বিগ টাইম পোডকাস্টকে দেয়া এক সাক্ষাতকারে।

লিওনেল মেসি বলেন, 'যে মুহূর্তে আমার মনে হবে আমি পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না, সতীর্থরা আমার থেকে সাহায্য পাচ্ছে না তখনই অবসরের সিদ্ধান্ত নিব। নিজের সমালোচনা করতে পছন্দ করি। আমি জানি কোন সময় আমার কি করতে হবে। সময় হলে বয়সের কথা চিন্তা না করে এ পদক্ষেপ নিব। আর তেমনটা না হলে প্রতিযোগিতা চালিয়ে যাব।'

কোন পুরস্কার হাতে তুলে চুমু খাননি লিও? সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে ট্রফি জয় থেকে শুরু করে পিএসজি ঘুরে বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ঐতিহাসিক লিগ কাপের শিরোপা জয়ের কৃতিত্ব এলএমটেনের। জাতীয় দলের জার্সি গায়েও আছে অনেক পুরস্কার। মাঠে ফুটবলের জাদু দেখিয়ে ঘরে তুলেছেন ব্যক্তিগত সব পুরস্কারও।

বিশ্বকাপ ট্রফি জয়ের আগে হতাশার জাল ছেয়ে ছিল লিওর জীবনে। ২০২২ এ তা অর্জনের ষোলকলা পূরণ হওয়ায় ক্যারিয়ারে কোনো আক্ষেপ নেই মেসির। ফর্ম বিবেচনায় খেলা চালিয়ে গেলেও নিজের ফুটবল ক্যারিয়ারে নতুন কিছু অর্জনের আর স্বপ্ন দেখেন না তিনি।

মেসি বলেন, 'খেলোয়াড়ি জীবনে আমার সব চাওয়া পূরণ হয়েছে। তাই নির্দিষ্ট আর কোনো কিছু অর্জনের ইচ্ছা নেই। সব স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হয়। সৃষ্টিকর্তার কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার থাকতেও পারেনা।'

ন্যাশভিলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আপাতত আর মাঠে নামার সম্ভাবনা নেই মেসির। তবে গুঞ্জন এপ্রিলে শুরুতে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ ফুটবলার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর