নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে জরুরি পরিষেবা ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে বাসায় ডাকেন ওই যুবক। পুলিশ এসে তাকে হেফাজতে নেয়ার চেষ্টা করে।
এসময় ওই তরুণ-তার হাতে থাকা কাঁচি নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে। আত্মরক্ষার জন্য পুলিশ সরাসরি গুলি চালায়। পরে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন। পুলিশের দাবি, নিহত রোজারিও মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন।
২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তার পরিবার। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।