দেশে এখন
0

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়ির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুড়ীর গোয়ালবাড়িতে ঝড়ে পল্লি বিদ্যুৎ সমিতির ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ঘরের ওপরে পড়ে আগুন লেগে যায়। এতে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ একই পরিবারের ৫ জন নিহত হন। দগ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ব গোয়ালবাড়ি সড়কের এক পাশে টিনের চালা ও বেড়ার তৈরি ঘরে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন ফয়জুর রহমান। তার ঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন টানানো। নিজের জমি না থাকায় রহমত আলী নামের স্থানীয় এক ব্যক্তির পতিত জমিতে ঘর তৈরি করেছিলেন ফয়জুর রহমান।

অন্য সব দিনের মতই স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে সাহরির পর ঘুমিয়েছিলেন ফয়জুর রহমান। তবে বিদ্যুতের তার সবকিছু এলোমেলো করে দেবে কে জানতো। মুহূর্তেই শেষ হয়ে গেল পরিবারটি।

স্থানীয়রা জানান, ভোর থেকে জুড়ীর গোয়ালবাড়িতে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে ফয়জুর রহমানের ঘরে পড়ে  আগুন লেগে যায়। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মারা যান তারা।

মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়া বেগমকে (১২) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোআর আলম বলেন, ‌‌‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

আসু