মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
1

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাত ভাই নিহত হয়েছেন। এরমধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেল যোগে তালতলা জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাত ভাই জালাল আহমদ (৪৫) বাড়িতে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় বিপরীত থেকে একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। রাস্তার ওপর খড় বিছানো থাকায় নিয়ন্ত্রণ হারায় টমটমটি।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, তাৎক্ষণিকভাবে গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তার তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার্ড করেন।

সিলেট হাসপাতালে যাওয়ার পথে ব্যবসায়ী মো. গিয়াস মিয়া মারা যান ও রাত ৮ টার দিকে হাসপাতালে জালাল আহমদকে নিয়ে গেলে দুই জনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন।

তারা দুই জনই তেলিবিল তালতলা গ্রামের সুলতান মুন্সি ও সুবহান মিয়ার ছেলে। সম্পর্কে তারা দুই জন আপন চাচাতো ভাই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মোল্যা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

এএইচ