ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপের আগেই পাকিস্তান ক্রিকেটের রদবদলের হাওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পালাবদলের হাওয়া পাকিস্তান ক্রিকেটে। পরিবর্তন হতে পারে ক্রিকেটের ছোট ফরম্যাটের বর্তমান অধিনায়কের নাম। এছাড়া রদবদল হচ্ছে পিসিবির নির্বাচক প্যানেলেও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও রদবদল পাকিস্তান ক্রিকেটে। জুনে শুরু হতে যাওয়া ক্রিকেটের ছোট ফরম্যাটের বিশ্ব আসরে পরিবর্তন আসতে পারে ম্যান ইন গ্রিনদের দায়িত্ব নেয়া শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্বের দায়িত্বে।

দায়িত্ব পাবার পর নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এরপর পিএসএলেও শাহিনের দল লাহোর কালান্দার্সের ভরাডুবিতে প্রশ্ন ওঠে শাহিনের নেতৃত্ব নিয়ে।

বাবর আজমকে তিন ফরম্যাটের অধিনায়ক থেকে সরিয়ে কিছুদিন আগেই নতুন দলনেতাদের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দলটি শুধু যে অধিনায়কেই রদবদল আনছে তা নয়, নির্বাচক প্যানেলেও হবে রদবদল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হবে এ পরিবর্তন। পিসিবি চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী, শিথিল করা হচ্ছে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের দায়িত্ব।

রিয়াজের সঙ্গে প্যানেলে যুক্ত হবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। দলের কোচ, অধিনায়ক ও টিম অ্যানালিস্ট হাসান চিমাও থাকবেন কমিটিতে। যদিও পিসিবি চেয়ারম্যান নাকভি বলেছেন, এ সাতজনের কেউই প্রধান নন, দল নির্বাচনে প্রত্যেকের ক্ষমতা সমান।

অন্যদিকে, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে ফিরেছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। বাদ দেয়ার ছয় সপ্তাহ পরই কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হয়েছে হারিস রউফকে।

সবমিলিয়ে, আসন্ন বিশ্বকপের আগে বেশ ভালো প্রস্তুতিই নিচ্ছে একবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীরা। এতো রদবদলে পাকিস্তান কী আবারও প্রমাণ দিলো কতটা আনপ্রেডিক্টেবল তারা?-সমালোচকরা করছেন এমন প্রশ্নও।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর