আট বছর পর ঋণাত্মক সুদ নীতির অবসান ঘটলো জাপানে। একইসঙ্গে ১৭ বছরে প্রথমবার সুদের হারও বাড়াতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ঋণাত্মক সুদসহ জাপানের ব্যাংকিং ব্যবস্থায় যতো ধরনের অপ্রচলিত প্রণোদনামূলক ব্যবস্থা বাকি ছিল, সেসব বাতিলের ঘোষণা দিয়েছে ব্যাংক অব জাপান।
কয়েক দশক ধরে বড় ধরনের অর্থনৈতিক প্রণোদনার অংশ হিসেবে জাপানের অর্থনীতিতে চালু ছিল এসব ব্যবস্থা। তবে দেড়যুগে প্রথমবার সুদের হার বৃদ্ধির মাধ্যমে ঋণাত্মক সুদে ইতি টানলেও সুদের হার এখনও শূন্যের কাছাকাছি রাখছে দেশটি।
অর্থনীতি পুনরুদ্ধার চেষ্টার মধ্যে নাগরিক জীবনে খরচ বৃদ্ধির প্রক্রিয়া ধীর রাখতে চায় টোকিও।