জাপানে জনশক্তি রপ্তানিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাপানে জনশক্তি রপ্তানিতে সমঝোতা স্মারক স্বাক্ষর | এখন
0

জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাপানের অনোডোরা ইউজার রান ইনকর্পোরেটেড।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে হওয়া অনুষ্ঠানে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসে দক্ষ কর্মীদের যাবার সুযোগ আরো সম্প্রসারিত হলো।'

এসময় তিনি জানান, এর মাধ্যমে প্রবাসে গমনেচ্ছুরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে।

এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ইতোমধ্যে টিআইটিপি প্রোগ্রামের আওতায় গেল সাত বছরে ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান গমন করেছে বলেও জানান আসিফ নজরুল।

ইএ